আওরাবুনিয়া গ্রামটি বিষখালি নদীর তীরে অবস্খিত। অত্র গ্রামটিতে খুবই সুনামের সাথে জনসাধারন বসবাস করিয়া আসিতেছে। এখানে হিন্দু,মুসলিম ো অন্যান্ন ধর্মালম্বী জনগন মিলে মিশে বসবাস করিতেছে।ধর্ম যারযার দেশ সবার এই স্লোগানই সবার মুখে।
আওরাবুনিয়া ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তি বাবু সুরেন্দ্র নাথ মজুমদার,১৯৪৭ সালে আওরাবুনিয়া মডেল হাই স্কুল প্রতিষ্ঠানটি গড়ে তুলেন। আওরাবুনিয়া ইউনিয়নে বহু পুরানো একটি মসজিদ আছে। বর্তমানে বহু ধর্মপ্রতিষ্ঠান যেমন,মন্দির,মসজিদ,মাদ্রাসা,স্কুল গড়ে তুলে এলাকার সুনাম অক্ষুন্ন রেখেছেন। ১৯৭১ সালে মুক্তিযুেদ্ধ বীরযোদ্ধারা সক্রিয় ভুমিকা পালন করে এলাকা শত্রুমুক্ত রাখে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস